UGC NET December 2024 Registration

শুরু ডিসেম্বর পর্বের ইউজিসি নেটের আবেদন প্রক্রিয়া, কী ভাবে আবেদন জানাবেন?

দেশ জুড়ে ডিসেম্বর পর্বের ইউজিসি নেট-এর আয়োজন করা হবে ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরের ডিসেম্বর পর্বের জন্য নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর আবেদন প্রক্রিয়া শুরু করল ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন)। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইউজিসি-র তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, মঙ্গলবার থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পড়ুয়াদের তরফ থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে।

Advertisement

পর্বের ইউজিসি নেট-এর আয়োজন করা হবে আগামী ১ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, প্রতি বছর জুন এবং ডিসেম্বর মাসে দু'টি পর্বে ইউজিসি নেটের আয়োজন করা হয়। এ বছর এনটিএ আয়োজিত একাধিক পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁস-সহ নানা বিতর্ক তৈরি হয়। সে জন্য নেটের জুন পর্বের পরীক্ষা প্রথমে বাতিল করে পুনর্বার পরীক্ষার আয়োজন করা হয়। জুন পর্বের পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পিছিয়ে যায় ডিসেম্বর পর্বের পরীক্ষার দিনক্ষণও। জানুয়ারিতে মোট ৮৫টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে।

পরীক্ষার্থীরা ugcnet.nta.nic.in -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। অসংরক্ষিত শ্রেণিভুক্ত, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এবং অনগ্রসর শ্রেণিভুক্ত এবং তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ভাবে সক্ষম এবং তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত প্রার্থীদের যথাক্রমে ১,১৫০, ৬০০ এবং ৩২৫ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। আগামী ১১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ডিসেম্বরের ১২ এবং ১৩ তারিখ।

Advertisement

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement