যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের বিকাশজনিত এবং স্নায়ুজনিত সমস্যার পোশাকি নাম— অটিজ়ম। সাধারণত, শিশুর জন্মের প্রথম দু’বছরের মধ্যেই এর উপসর্গগুলি চোখে পড়ে। এই সমস্যায় আক্রান্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য বিশেষ নজর দেওয়া প্রয়োজন। যাঁরা তাদের পঠনপাঠনে সাহায্যের জন্য শিক্ষক হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান, তাঁদের জন্য একটি কোর্স নিয়ে হাজির যাদবপুর বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চলতি বছরের জন্য বিশ্ববিদ্যালয় অনুমোদিত বিএড স্পেশাল এডুকেশন (অটিজম স্পেকট্রাম ডিজ়অর্ডার) কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিএড স্পেশাল এডুকেশন (অটিজ়ম স্পেকট্রাম ডিজ়অর্ডার)-এর এই কোর্সটি করানো হবে প্রদীপ সেন্টার ফর অটিজ়ম ম্যানেজমেন্টের অধীনস্থ প্রদীপ ট্রেনিং কলেজের তরফে। কোর্সটি রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত। পাঠক্রমটি দু’বছরের। শূন্য আসনের সংখ্যা ৩০। কোর্সের ক্লাস শুরু হবে আগামী ডিসেম্বর মাস থেকে।
কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের বিজ্ঞান/ সমাজবিজ্ঞান/ হিউম্যানিটিজ়ের স্নাতক বা স্নাতকোত্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁরা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজিতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন এই কোর্সে।
আগ্রহীদের আবেদনপত্র-সহ সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। আগামী ২২ নভেম্বর আবেদনের শেষ দিন। কোর্সে ভর্তির বিষয়ে বাকি তথ্য জানার জন্য পড়ুয়াদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।