SSC CGL Tier 2 Schedule 2025

এসএসসি সিজিএল-সহ অন্যান্য পরীক্ষার দিনক্ষণ ঘোষিত, বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

এ বছর দেশ জুড়ে এসএসসি সিজিএল-এর প্রথম স্তর বা টিয়ার ১-এর পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৯ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:৩৪
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং সংস্থায় নিয়োগের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক নিয়োগ-পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। এই মর্মে কমিশনের ওয়েবসাইটে চলতি বছরের জন্য আয়োজিত এই পরীক্ষাগুলির দ্বিতীয় স্তরের সবিস্তার সূচি প্রকাশ করা হয়েছে।

Advertisement

প্রকাশিত সূচিটি বিভিন্ন ক্ষেত্রে নিয়োগের দ্বিতীয় স্তর বা টিয়ার ২-এর। যাঁরা প্রথম স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরাই দ্বিতীয় স্তরের পরীক্ষাগুলি দিতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, এসএসসি সিজিএল-এর দ্বিতীয় স্তরের পরীক্ষাগুলি হবে আগামী ১৮, ১৯ এবং ২০ জানুয়ারি। এর পর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সিএপিএফ)-এর কনস্টেবল জিডি, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), অসম রাইফেলের রাইফেলম্যান (জিডি) এবং নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এগজ়ামিনেশন-এর সিপাহি নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হবে পরের বছর ফেব্রুয়ারি মাসের ৪, ৫,৬,৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৪ এবং ২৫ তারিখ।

প্রসঙ্গত, এ বছর দেশ জুড়ে এসএসসি সিজিএল-এর প্রথম স্তর বা টায়ার ১-এর পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৯ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে। এর পর পরীক্ষার ‘আনসার কি’ প্রকাশ করা হলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করেনি কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement