কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। মোট ৮৫ দিনের চুক্তিতে কাজ চলবে। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য জানানো হয়েছে।
অফিস স্টাফ হিসাবে যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬১টি। মহারাষ্ট্রের অকোলা, নাগপুর, অমরাবতী-সহ মোট আটটি জেলায় নিযুক্তদের কর্মস্থল হতে চলেছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন বয়সের প্রমাণপত্র, স্নাতকের মার্কশিট, সরকারি পরিচয়পত্র, ব্যাঙ্কের পাসবই-সহ অন্যান্য নথি সঙ্গে রাখা আবশ্যক।
২৩ নভেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানার জন্য প্রতিষ্ঠানের আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ রয়েছে। আগ্রহীরা মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।