ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চে কর্মখালি। সংস্থার ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট-এর একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কাজে নিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তির ভিত্তিতে বহাল রাখা হবে। শূন্যপদ একটি।
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তবে, তাঁর সেল কালচার, ভাইরাস কালচার, মলিকিউলর বায়োলজি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজের জন্য নিযুক্ত ব্যক্তি প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। ২৯ নভেম্বর ইন্টারভিউটি নেওয়া হবে। এই মর্মে আরও তথ্য জেনে নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।