Eastern Railway Jobs 2024

গ্রুপ বি এবং সি বিভাগে কর্মী প্রয়োজন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পূর্ব রেলের

পূর্ব রেলের গ্রুপ বি এবং সি বিভাগে মোট ৬০ জনকে নিয়োগ করা হবে। প্রার্থীদের মেধা এবং স্পোর্টস বিভাগের অ্যাচিভমেন্টের ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৫:১২
Share:

ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলের পূর্বাঞ্চলীয় শাখায় কর্মী নিয়োগ করা হবে। চাহিদার নিরিখে গ্রুপ বি এবং সি বিভাগের বিভিন্ন পদে কর্মী প্রয়োজন। তিরন্দাজি, বাস্কেটবল, অ্যাথলেটিক্স, ক্রিকেট, ফুটবল, ভলিবল, পাওয়ার লিফটিং-সহ মোট ১৮ খেলায় রাজ্য স্তরের স্বীকৃতি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ৬০।

Advertisement

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়াও যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন এমন ব্যক্তিদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। তবে, দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ক্রীড়া জগতে স্বীকৃতির পাশাপাশি, বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) থেকে শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তির আবেদনই গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

নিযুক্ত ব্যক্তিদের ৫,২০০ টাকা - ২০,২০০ টাকা স্কেলে মাসিক বেতন দেওয়া হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের মেধা এবং স্পোর্টস বিভাগের অ্যাচিভমেন্টের ভিত্তিতে যোগ্যতা যাচাইয়ের কথা জানানো হয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

আবেদনের জন্য ৫০০ টাকা ফি হিসাবে জমা দেওয়া হবে। আবেদনের শেষ দিন ১৪ ডিসেম্বর। উল্লিখিত পদে নিয়োগ সম্পর্কিত বিষয়ে আরও জানতে পূর্ব রেলের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement