অ্যাডভান্সড মেটিরিয়ালস অ্যান্ড প্রসেসেস রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের অধীনস্থ গবেষণাগার অ্যাডভান্সড মেটিরিয়ালস অ্যান্ড প্রসেসেস রিসার্চ ইনস্টিটিউটের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। মোট শূন্যস্থান দু’টি।
প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে কেমিক্যাল / পলিমার / মেকানিক্যাল / প্লাস্টিক / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / মেটালার্জি / মেটিরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এক থেকে দু’বছরের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। নিযুক্ত ব্যক্তির বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
কাজের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। নিযুক্তদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি অনলাইন মাধ্য়মেই পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর। এই মর্মে আরও তথ্য জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।