কোল ভবন। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোল ইন্ডিয়া লিমিটেডের জন্য মেডিক্যাল এগজ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট, মেডিক্যাল স্পেশ্যালিস্ট, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ডেন্টিস্ট পদে মোট ৩৪জন ব্যক্তিকে নিয়োগ করা হবে।
সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট এবং মেডিক্যাল স্পেশ্যালিস্ট হিসাবে সার্জন, সাইকিয়াট্রিস্ট, প্যাথোলজিস্ট, রেডিয়োলজিস্ট, ডার্মাটোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট-সহ একাধিক পদে কর্মী প্রয়োজন। ওই পদগুলিতে অনূর্ধ্ব ৪২ বছর বয়সিদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। ওই পদে আগে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম ৬০,০০০ থেকে ২,০০,০০০ টাকা প্রতি মাসে।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার এবং ডেন্টিস্ট পদে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস), ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (বিডিএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এর আগে কোনও বেসরকারি ক্লিনিকে প্র্যাকটিস করে থাকলে তা কাজের অভিজ্ঞতা হিসাবে গ্রাহ্য হবে। সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদগুলিতে নিযুক্তদের বেতনক্রম হবে ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা প্রতি মাসে।
উল্লিখিত পদে কাজ করতে ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ওই আবেদনের সঙ্গেই জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র-সহ সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনপত্র-সহ অন্যান্য নথি ১১ এপ্রিলের মধ্যে জমা দিতে হবে। এই বিষয়ে আরও তথ্য জেনে নিতে হলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।