Govt Jobs 2024

সেন্ট্রাল জ়ু অথরিটিতে কর্মখালি, কোন বিভাগে নিয়োগ?

ভেটেরিনারি কনসালট্যান্ট পদে এক জন কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য প্রতি মাসে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ১৪:২৮
Share:

প্রতীকী চিত্র।

সেন্ট্রাল জ়ু অথরিটি কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভেটেরিনারি কনসালট্যান্ট পদে কর্মী প্রয়োজন। ওই পদে এক জন ব্যক্তিকেই নিয়োগ করা হবে।

Advertisement

ভেটেরিনারি কনসালট্যান্ট হিসাবে ভেটেরিনারি সায়েন্স বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির চিড়িয়াখানা কিংবা বন্যপ্রাণী পরিচর্যা কেন্দ্রে কাজের অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

সংশ্লিষ্ট পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৬০,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

Advertisement

ডাকযোগে কিংবা ইমেল মারফত আগ্রহীরা আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন ৩০ অক্টোবরের আগে পাঠাতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement