ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশনে কর্মখালি। ওই সংস্থায় জুনিয়র অফিসার (ট্রেনি) হিসাবে ১৫৩ জনকে নিয়োগ করা হবে। নিযুক্তদের প্রতিষ্ঠানের ১০টি বিভাগে কাজ করতে হবে।
উল্লিখিত পদে সিভিল, মেকানিক্যাল, প্রোডাকশন, কেমিক্যাল, মাইনিং, এনভায়রনমেন্টাল, ইলেক্ট্রিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং জিয়োলজি, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
প্রশিক্ষণ চলাকালীন ৩৭ হাজার টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। মোট এক বছর ছ’মাস প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার পর বেতনক্রম ৩৭,০০০-১,৩০,০০০ টাকা হবে। অনলাইন টেস্ট এবং সুপারভাইজ়রি স্কিল টেস্টের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষা হিন্দি এবং ইংরেজি ভাষায় দিতে পারবেন।
আগ্রহীদের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। ১০ নভেম্বর মধ্যরাত পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। আবেদনমূল্য ২৫০ টাকা। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।