ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার।\ ছবি: সংগৃহীত।
কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরে চুক্তির ভিত্তিতে গবেষণামূলক কাজের সুযোগ। নিযুক্ত ব্যক্তিদের ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।
পদার্থবিদ্যায় পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। তবে, ফিজ়িক্যাল সায়েন্সেস শাখার অন্য কোনও বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ‘ইন্ডিয়ান পার্টিসিপেশন ইন দ্য অ্যালিস এক্সপেরিমেন্ট অ্যাট সিইআরএন’ প্রকল্পে কাজ করতে হবে।
মোট এক বছরের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিদের কাজ করতে হবে। কাজের জন্য ৫৮ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মেধা এবং অভিজ্ঞতার নিরিখে প্রার্থীদের ইন্টারভিউ পর্বের জন্য বেছে নেওয়া হবে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি। ১৭ ফেব্রুয়ারি বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে। কাজ শুরু হবে ১ এপ্রিল থেকে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।