WB Health Recruitment 2024

কল্যাণীর নার্সিং বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কোন কোন পদে হবে নিয়োগ?

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। কাজের জন্য প্রতি মাসে ৬৭ হাজার টাকা থেকে ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৭
Share:

প্রতীকী চিত্র।

প্রিন্সিপাল-সহ বিভিন্ন পদে কর্মী প্রয়োজন। ওই কাজের জন্য ছ’টি শূন্যপদ রয়েছে। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কল্যাণীর ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং-এ কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ তথ্য দেওয়া হয়েছে।

Advertisement

প্রিন্সিপাল পদে নার্সিং বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে ওই ব্যক্তির অন্তত ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। এই ধরনের অভিজ্ঞতা থাকলে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন এমন ব্যক্তিরাও সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

ভাইস প্রিন্সিপাল পদে নার্সিং বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ওই ব্যক্তির অন্তত ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রফেসর হিসাবে উল্লিখিত বিভাগে অন্তত ১০ বছর এবং রিডার/ অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে অন্তত আট বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করা হবে।

Advertisement

আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। মোট এক বছরের চুক্তিতে উল্লিখিত পদে বহাল রাখা হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হতে পারে। উল্লিখিত পদে নিযুক্তেরা প্রতি মাসে ৬৭ হাজার টাকা থেকে শুরু করে ৯৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

আগ্রহীদের পিডিএফ ফরম্যাটে সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র পাঠানোর শেষ দিন ৩১ ডিসেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement