বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। ওই বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে ওই প্রকল্পে কাজের জন্য প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে বেছে নেওয়া হবে।
প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, স্পেশ্যাল পেপারে ইকোলজি এবং এনভায়রনমেন্টাল বায়োলজি থাকা প্রয়োজন। তবে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন। প্রাথমিক ভাবে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে তিন বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। পরবর্তী কালে কাজের নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
তবে কাজ করতে আগ্রহীদের বয়স কত হতে হবে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে কোনও তথ্য জানানো হয়নি। প্রতি মাসে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কর্মরত ব্যক্তিকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। রাজ্য সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তরফে ওই পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। ওই আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্রও জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ২ মার্চ। এই বিষয়ে আরও জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।