BHEL Recruitment 2025

কেন্দ্রীয় সংস্থা ভেল-এ ৪০০ শূন্যপদে কর্মখালি, নিয়োগ কোন কোন পদে?

ইঞ্জিনিয়ার ট্রেনি এবং সুপারভাইজ়ার ট্রেনি পদে প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৩২,০০০-১,০০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:১৩
Share:

ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল)। সংগৃহীত ছবি।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল)-এ কাজের সুযোগ। সংস্থায় দু’টি ভিন্ন পদে প্রশিক্ষণের সুযোগ পাবেন নিযুক্তরা। রয়েছে একাধিক শূন্যপদ। সম্প্রতি এমনটা জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। এর জন্য অনলাইনেই আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ইঞ্জিনিয়ার ট্রেনি এবং সুপারভাইজ়ার ট্রেনি (টেক) বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪০০। নিযুক্তদের সংস্থার মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রনিক্স/ কেমিক্যাল/ মেটালার্জি ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে এক বছর ধরে। নিযুক্তদের দেশের বিভিন্ন শহর এবং সংস্থার বিভিন্ন শক্তি কেন্দ্রে পোস্টিং দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইঞ্জিনিয়ার ট্রেনি পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ বা ২৯ বছরের মধ্যে হতে হবে। সুপারভাইজ়ার ট্রেনি (টেক) পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য থাকবে ছাড়। ইঞ্জিনিয়ার ট্রেনি এবং সুপারভাইজ়ার ট্রেনি পদে প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ৫০,০০০-১,৬০,০০০ টাকা এবং ৩২,০০০-১,০০,০০০ টাকা। প্রশিক্ষণ শেষে ইঞ্জিনিয়ার এবং সুপারভাইজ়ার পদে নিযুক্তদের বেতনক্রম বেড়ে দাঁড়াবে যথাক্রমে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা এবং ৩৩,৫০০-১,২০,০০০ টাকা। এ ছাড়াও অন্যান্য সুযোগসুবিধা মিলবে।

Advertisement

সুপারভাইজ়ার ট্রেনি পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমায় ন্যূনতম ৬৫ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য নম্বরের ছাড় থাকবে। অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। এর জন্য সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ৪৭২ টাকা এবং ১০৭২ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২৮ ফেব্রুয়ারি। এর পরে প্রার্থীদের কম্পিউটার নির্ভর পরীক্ষা এবং নথি যাচাইকরণের মাধ্যমে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে। যাচাই করে নেওয়া হবে প্রার্থীদের শারীরিক সক্ষমতাও। দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে আগামী ১১, ১২ এবং ১৩ এপ্রিল। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement