ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের স্কুল অফ মেটিরিয়াল সায়েন্সেসের একটি গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট কাজের জন্য রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। তবে, আবেদনকারীকে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট লেকচারশিপ (নেট-এলএস) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হতে হবে।
সংশ্লিষ্ট পদে নিযুক্তের ফেলোশিপ প্রতিষ্ঠানের নিয়মানুসারে দেওয়া হবে। তাই ফেলোশিপের অঙ্ক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে।
আগ্রহীদের ইমেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৭ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের কাছে ইমেল মারফত ইন্টারভিউ সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।