ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। ছবি: সংগৃহীত।
কেন্দ্র সরকারের অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিভিশন অফ ডেভেলপমেন্ট রিসার্চের একটি প্রকল্পে কাজের জন্য কর্মী প্রয়োজন। নিযুক্তদের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট এবং পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে নিয়োগ করা হবে। শূন্যপদ আটটি।
ফার্মাকোলজি, পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের প্রজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট হিসাবে নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৬৭ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
পপুলেশন সায়েন্সেস, বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের আবেদন মেডিক্যাল শাখায় পরামর্শদাতা পদের জন্য গ্রহণ করা হবে। নন মেডিক্যাল শাখার পরামর্শদাতা পদে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
নিযুক্ত ব্যক্তির কর্মস্থল হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সদর দফতর দিল্লিতে। আবেদন জমা দিতে হবে ২১ ফেব্রুয়ারির আগে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের বিষয়ে আরও তথ্য জেনে নিতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।