Viral Video

সারমেয়র বিক্রমে পিছু হটল চিতাবাঘ, লেজ গুটিয়ে দৌড় দিল উল্টো দিকে! রইল ভাইরাল ভিডিয়ো

চিতাবাঘকে নিজের এত কাছে দেখে কুকুরটির তো ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয় হয়, তবে সারমেয়টি তা বুঝতে দেয়নি। উল্টে তারস্বরে ‘ভৌ ভৌ’ করতে থাকে কুকুরটি। সারমেয়র সেই রূপ দেখে হকচকিয়ে যায় স্বয়ং চিতাবাঘ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৪:৩১
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

দুই চারপেয়ের হঠাৎ দেখা। কিন্তু দু’জনের প্রজাতি সম্পূর্ণ আলাদা। এক জন গৃহপালিত কুকুর, অপর জন জঙ্গল থেকে বেরিয়ে আসা চিতাবাঘ। চিতাবাঘকে নিজের এত কাছে দেখে কুকুরটির তো ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয় হয়, তবে সারমেয়টি তা বুঝতে দেয়নি। উল্টে তারস্বরে ‘ভৌ ভৌ’ করতে থাকে কুকুরটি। সারমেয়র সেই রূপ দেখে হকচকিয়ে যায় স্বয়ং চিতাবাঘ। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অঝোরে বৃষ্টি পড়ে চলেছে। রাতের অন্ধকারে এক ‘পাহারাদার’ কুকুর বাড়ির উঠোনে ঘুরে বেড়াচ্ছে। কুকুরটি হঠাৎই ভয়ঙ্কর কিছু দেখে ফেলার আতঙ্কে উঠোন ছেড়ে সোজা জঙ্গলের দিকে দৌড় মারে। বন্ধুর এ রূপ আচরণ দেখে উঠোনলাগোয়া ঘরে থাকা অপর সারমেয়টি হতভম্ব হয়ে যায়। ঘর থেকে বেরিয়ে এসে অবাক চোখে চারিপাশ ভাল করে দেখতে থাকে। দেখে মনে হল, নিরীহ চারপেয়েটি বোঝার চেষ্টা করছে কী কারণে তার বন্ধু ভয় পেয়ে পালিয়ে গেল। তার পরই কুকুরটির সামনে সেই প্রশ্নের উত্তর নিজে ‘হেঁটে’ চলে আসে। অনাহূত অতিথির মতো একটি চিতাবাঘ ঢুকে পড়ে সেই বাড়ির উঠোনে। চিতাবাঘটিকে দেখেই সারমেয়টি প্রথমে ভয়ে সিঁটিয়ে গেলেও, পর ক্ষণেই সে তার ভয়কে জয় করে। চিতাবাঘটি কুকুরটিকে শিকার করার জন্য দু’পা এগোনোমাত্র চতুর সারমেয়টি ঘরের ভিতর ঢুকে যায়। তার পর সেই ঘর থেকেই চিতাবাঘটির দিকে তাকিয়ে উচ্চস্বরে ভৌ ভৌ করে ডাকতে থাকে সারমেয়টি। ‘বীর’ চিতাবাঘটি ‘ভীতু’ কুকুরের গলার স্বরের জোর শুনে ঘাবড়ে যায়। বেচারা চিতাবাঘ আর সাহস করে কুকুরটির দিকে এগোতেই পারে না। চিতাবাঘের সেই নাজেহাল অবস্থা দেখে কুকুরটি মনে বল পায়। সাহস করে ঘরের বাইরে এগিয়ে আসে সারমেয়টি। কুকুরটিকে এগিয়ে আসতে দেখে চিতাবাঘটি তৎক্ষণাৎ সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। জয় হয় সাহসী কুকুরের। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘চকুই’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যে প্রায় ত্রিশ লক্ষ বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় পঞ্চাশ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement