বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়াম (বিআইটিএম)। ছবি: সংগৃহীত।
বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে (বিআইটিএম) ইন্টার্ন হিসাবে কাজ করার সুযোগ। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদার্থবিদ্যা, রসায়ন, বায়ো সায়েন্সেস, মিউজ়িয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন পড়ুয়াদের প্রজেক্ট ইন্টার্ন হিসাবে নিয়োগ করা হবে।
আগ্রহীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক। শূন্যপদ দু’টি। মোট এক বছরের জন্য প্রাথমিক ভাবে কাজ করতে হবে, যার মেয়াদ বৃদ্ধি পেতে পারে আরও এক বছর পর্যন্ত।
স্নাতকোত্তর পর্বে প্রাপ্ত নম্বর, পার্সোনাল ইন্টারভিউ এবং কেন সংশ্লিষ্ট প্রার্থী ইন্টার্ন হিসাবে কাজ করতে চান— এই তিনটি বিষয়ের ভিত্তিতে হবে যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া।
প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৩৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। আগ্রহীরা ডাকযোগে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্রের মতো গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদন পত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২ জানুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।