হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেড। ছবি: সংগৃহীত।
হুগলি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে মোট আট জনকে নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন। পাশাপাশি, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি শাখায় ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে প্রশিক্ষণ পাবেন।
যে সমস্ত ট্রেডে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস হিসাবে প্রতি মাসে ১২,০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে প্রতি মাসে ১০,২০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
মোট এক বছরের জন্য নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে যাঁরা স্নাতক বা ডিপ্লোমা প্রাপ্ত হয়েছেন, তাঁরাই কেবল আবেদন করতে পারবেন। স্নাতক স্তরে কিংবা ডিপ্লোমার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে প্রার্থীদের বেছে নেওয়া হবে। উল্লেখ্য, শিক্ষানবিশদের প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কলকাতার দফতরে চলবে।
তবে, আগ্রহীদের আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন জমা দিতে হবে। ১ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।