Air India

যাত্রীর সঙ্গে ষড়যন্ত্র করে দুবাই থেকে সোনা পাচার!

শুল্ক দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমানের ভিতরে ওই কর্মীর হাতে সোনা তুলে দিয়েছিলেন যাত্রী। বিমান থেকে নামার পর কর্মীর দেহ তল্লাশি করতেই উদ্ধার হয় সোনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ২১:৩৭
Share:

বিমানকর্মীর থেকে উদ্ধার হওয়া সোনা। ছবি: সংগৃহীত।

এক যাত্রীর সঙ্গে পরিকল্পনা করে সোনা চোরাচালান করার অভিযোগ এয়ারি ইন্ডিয়া সংস্থার বিমানের কর্মীর বিরুদ্ধে। দুবাই থেকে ১.৭ কেজি সোনা এ দেশে আনছিলেন তাঁরা। চেন্নাই বিমানবন্দরে রবিবার নামার পরে ধরা পড়ে গেলেন সেই যাত্রী এবং বিমানকর্মী। তাঁদের আটক করেছে পুলিশ।

Advertisement

শুল্ক দফতর বিবৃতি দিয়ে জানিয়েছে, বিমানের ভিতরে ওই কর্মীর হাতে সোনা তুলে দিয়েছিলেন যাত্রী। বিমান থেকে নামার পর কর্মীর দেহ তল্লাশি করতেই উদ্ধার হয় সোনা। তাঁর অন্তর্বাসের ভিতরে সেই সোনা ছিল বলে জানিয়েছেন এক আধিকারিক। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোনও মন্তব্য করেনি।

গত ৭ ডিসেম্বর চেন্নাই বিমানবন্দরে কোকেন-সহ আটক হন এক মহিলা যাত্রী। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে এসেছিলেন তিনি। তাঁর শরীর থেকে মিলেছিল কোকেনের ৯০টি ক্যাপসুল, যার মূল্য প্রায় ১৪.২ কোটি টাকা। চিকিৎসকদের সাহায্যে ওই কোকেন তাঁর শরীর থেকে বার করা হয়। মহিলাকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement