গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বিক্ষিপ্ত অশান্তি শুরু হয়েছিল শুক্রবার রাত থেকেই। শনিবার সকালে রাজ্যের ৫ জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পরে সংঘর্ষ এবং হিংসার খবরও আসতে শুরু করেছে। তারই মধ্যে চলছে ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৮৫।
ভোটদানের প্রবণতার হিসেব বলছে, উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ারে ভোট পড়েছে ১৭.৯৮ শতাংশ। পাশের জেলা কোচবিহারে ১৫.১৮ শতাংশ। দক্ষিণবঙ্গের ৩ জেলার মধ্যে ভোটদানের হারে হাওড়া এগিয়ে। সেখানে সকাল ৯টা পর্যন্ত ১৭.৭৭ শতাংশ ভোটদাতা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। পাশের জেলা হুগলিতে ১৭.০৪ শতাংশ। দক্ষিণবঙ্গের আর এক জেলা দক্ষিণ ২৪ পরগণা তুলনায় কিছুটা পিছিয়ে। সকাল ৯টা পর্যন্ত সেখানে ভোটদানের হার ১৩.১৫ শতাংশ।
শনিবার চতুর্থ দফায় কোচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ারের ৫টি বিধানসভা আসনের সব ক’টিতেই ভোট হচ্ছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টি, হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টি এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসন রয়েছে এই তালিকায়।
রাজ্যে প্রথম তিন দফার ভোটে বিপুল সংখ্যক ভোটদাতা অংশ নিয়েছিলেন। গত ২৭ মার্চ প্রথম দফার নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৬৩ শতাংশ। ১ এপ্রিল দ্বিতীয় দফায় ৮৬.১১ শতাংশ এবং ৬ এপ্রিল তৃতীয় দফায় ৮৪.৬১ শতাংশ ভোট পড়েছিল। প্রথম তিনটি দফায় বিক্ষিপ্ত হিংসা সত্ত্বেও বিপুল হারে ভোটদানে সন্তোষ প্রকাশ করেছিল কমিশন।