নিজস্ব চিত্র।
গ্রামবাসীদের একাংশকে ভোট দিতে দেয়নি তৃণমূল, এমনই অভিযোগ তুলে ধর্নায় বসলেন পূর্ব বর্ধমানের গলসি বিধানসভার বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাস।
প্রার্থীর অভিযোগ, গলসি বিধানসভার শিড়রাই গ্রামের ২৪৩ এবং ২৪৪ নম্বর বুথে ভোট দানে বাধা দিয়েছে তৃণমূল। শাসকদলের কয়েক জন দুষ্কৃতী তিন দিন ধরে এলাকার মানুষদের ভয় দেখাচ্ছে, তাঁরা যেন কোনও মতেই ভোট দিতে না যান। বেলা সাড়ে ১২টা পর্যন্ত এই দুটি বুথে ভোট পড়েছে মাত্র ১০ শতাংশ। বিকাশ আরও অভিযোগ করেন, তিনি যখন ধর্নায় বসে ছিলেন তখন তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে হুমকি দেয়, ধর্না থেকে না উঠলে বোমা মারা হবে।
সূত্রের খবর, পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে গিয়ে উপস্থিত হয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সব ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থাও কেন্দ্রীয় বাহিনী করেছে বলে জানা গিয়েছে।
বিজেপি প্রার্থীর অভিযোগ অবশ্য অস্বীকার করেছে শাসক দল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি-র দুষ্কৃতীরাই ওই এলাকায় গণ্ডগোল করছিল। তাই স্থানীয় বাসিন্দারা ভোট দিতে যেতে ভয় পাচ্ছিলেন। ওই এলাকায় বিজেপি হারবে জেনেই এই সব করছে।