তৃণমূল নেতা রাজীব হোসেনের নামে বিতর্কিত পোস্টার ভগবানগোলায়।
মান্নান হোসেনের ছেলে তিনি। মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদের সদস্য। জেলার ওজনদার তৃণমূল নেতা রাজীব হোসেনের নামে বিতর্কিত পোস্টার দেখা গেল ভগবানগোলা ১ নম্বর ব্লকের রেজিস্ট্রি অফিসের সামনে। সেই পোস্টারে লেখা হয়েছে— ‘উড়ে এসে জুড়ে বসা রাজীব হোসেনকে চাই না।’ এই পোস্টার ঘিরেই ফের সামনে এসে গেল শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও রাজীব তা মানেননি। এই ঘটনাকে ভোটের আগে বিরোধীদের চক্রান্ত বলে মনে করেন তিনি।
ওই পোস্টারে রাজীবকে ভগবানগোলায় বহিরাগত হিসাবে দেখানো হয়েছে। লেখা হয়েছে, ‘ভগবানগোলা বিধানসভায় বহিরাগত দূর হঠাও’। ওই এলাকায় সাগির হোসেনের অনুগামীরা রাজীবের বিরোধী গোষ্ঠী হিসাবে পরিচিত। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা ফোনে জিজ্ঞাসা করা হলে তা অস্বীকার করেছেন মান্নান-পুত্র। রাজীব বলেছেন, ‘‘এটা আমাদের দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়। আমাদের দলে কিছু হলে সামনাসামনি হবে। রাতের অন্ধকারে এ সব পোস্টার লাগানো বিরোধীদের কাজ।’’
যদিও রাজীবের অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভগবানগোলা বিধানসভার সিপিএম বিধায়ক মহাসিন আলি। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‘এই পোস্টার লাগানোর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই । এ সব আমাদের দলের কাজ নয়। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। এখানে যে গোষ্ঠীর লোকই প্রার্থী হোন, আমরা লড়াই করতে প্রস্তুত।’’