এই দেওয়াল লিখন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নিজস্ব চিত্র
ব্যান্ডেজ বাঁধা পা। আর সেই পায়ের তলায় এক প্রৌঢ়ের মুখ। বিজেপি-র দাবি সেই প্রৌঢ়ের মুখ আসলে দেশের প্রধানমন্ত্রীর। আর দেওয়ালে আঁকা সেই ব্যঙ্গচিত্র ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে তারকেশ্বরের রামচন্দ্রপুর এলাকায়। ‘ভাঙা পায়ে খেলা হবে’, এই স্লোগানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস্টারে বাঁধা পা ও একটি ফুটবলের ব্যঙ্গচিত্র সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়। সেই ব্যঙ্গচিত্রের আদলেই দেওয়ালে আঁকা হয়েছে ছবিটি। শুধু ফুটবলের বদলে পায়ের তলায় রয়েছে এক প্রৌঢ়ের মাথা।
বৃহস্পতিবার এই ব্যঙ্গচিত্র ঘিরে বিপুল বিতর্ক তৈরি হয় নাইটা মালপাহাড়পুর অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামের কালিতলা এলাকায়। বিজেপি-র অভিযোগ, ওই ছবিতে আসলে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। নোংরা রাজনীতি করছে তৃণমূল। ওই ছবির মাধ্যমে যে ভাবে দেশের প্রধানমন্ত্রীকে ওরা অপমান করছে, সেটা বাংলার সংস্কৃতি নয়। বিজেপি-র স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকে গণেশ চক্রবর্তী জানিয়েছেন, নির্বাচন কমিশনে অবিলম্বে এই কুরুচিকর দেওয়াল লিখন মুছে দেওয়ার আবেদন জানানো হবে। এই দাবিতেই বৃহস্পতিবার বিক্ষোভও দেখান বিজেপি সমর্থকরা।
যদিও বিজেপি-র অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত উপ-প্রধান শেখ মনিরুল। তিনি বলেছেন, ‘‘এই মুখটি কোনও ভাবে নরেন্দ্র মোদীর মুখ নয়। কিন্তু বিজেপি যদি নরেন্দ্র মোদীর মুখটিকেই ব্যঙ্গচিত্রের মতো ভাবে, তা হলে তৃণমূলের কিছু আসে যায় না। আর ভোটের প্রচারে ব্যঙ্গচিত্র তো নতুন কিছু নয়।’’