এই ট্যাবলোতে থাকা পোস্টার ছেঁড়ার অভিযোগ। নিজস্ব চিত্র
হুগলির শেওড়াফুলিতে বিজেপি-র পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ঘিরে শুরু রাজনৈতিক তরজা। গেরুয়াশিবিরের অভিযোগ, শেওড়াফুলিতে বিজেপি-র প্রচার ট্যাবলোর গায়ে লাগানো পোস্টার এবং ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে তৃণমূল। যদিও তৃণণূলের দাবি, ওই কাণ্ড বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি-র দাবি, কলকাতা এবং হুগলি জেলায় প্রচারের জন্য বিজেপির রাজনৈতিক কর্মসূচি ‘আর নয় অন্যায়’-এর ট্যাবলো ছিল শেওড়াফুলির চারাবাগান এলাকায়। ওই ট্যাবলোর গায়ে দলীয় নেতাদের ছবি ছিল। অভিযোগ, শনিবার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয় সেই সব ছবি। রাতে অন্ধকারে। রবিবার সকালে তা দেখতে পেয়ে বিজেপি কর্মীরা পুলিশে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ট্যাবলোর ছবি তুলে নেন। শেওড়াফুলির বিজেপি নেতা স্নেহাশিস মহন্তর অভিযোগ, ‘‘বিভিন্ন এলাকায় এ ভাবেই বিজেপি-র প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল।’’ তবে ট্যাবলোর ভিতকরে থাকা ল্যাপটপ-সহ বিভিন্ন বৈদ্যুতিন জিনিসপত্র অবশ্য নিরাপদেই রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বিজেপি-র তোলা অভিযোগ অস্বীকার করে শেওড়াফুলির তৃণমূ্ল নেতা সুবীর ঘোষ পাল্টা দাবি করেছেন, ‘‘ওঁদের এখন অনেক নতুন নেতা হয়েছে, তাই অনেক গোষ্ঠী। পুরনোদের সঙ্গে বিবাদ চলছে নতুনদের। তার জেরেই এই ঘটনা ঘটেছে। এতে তৃণমূলের কোনও হাত নেই।’’