ফাইল ছবি
রাজ্যে চতুর্থ দফার ভোট শনিবার। সেই দিনই বাংলায় জোড়া সভা করতে আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী প্রথম জনসভাটি করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। তার পর দিনের দ্বিতীয় সভাটি তিনি করবেন নদিয়ার কৃষ্ণনগরে।
নীলবাড়ির লড়াইয়ের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে একাধিক বার ভোটপ্রচারে এসেছেন মোদী। বেশ কয়েক বার এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। এর আগে গত ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিনে মোদী জোড়া সভা করেছিলেন। তাঁর প্রথম সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। ওই দিনই পরের সভাটি তিনি করেন হাওড়ার উলুবেড়িয়ায়। এর পরে গত ৩ এপ্রিল তিনি ২টি সমাবেশ করেন, একটি হুগলির তারকেশ্বরে এবং অন্যটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। তৃতীয় দফার ভোটের দিন অর্থাৎ ৬ এপ্রিলও মোদী জোড়া জনসভা করেন। প্রথমটি কোচবিহারে এবং পরেরটি হাওড়ার ডুমুরজলায়।
এর পর মোদী চতুর্থ দফার ভোটের দিন রাজ্যে জোড়া সভা করছেন। প্রথমটি করবেন শিলিগুড়িতে। মোদীর পরের সভাটি করার কথা কৃষ্ণনগরে। কৃষ্ণনগর উত্তর আসনে বিজেপি প্রার্থী মুকুল রায়ের সমর্থনে তাঁর জনসভা। বিজেপি সূত্রে জানানো হয়েছে, আগামী ১২ এপ্রিল ফের রাজ্যে আসবেন মোদী। সে দিন তাঁর সভা করার কথা নদিয়ারই কল্যাণীতে।