ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা রসিদদের, আফগান দলে প্রাক্তন নাইট স্পিনার

চোট সারিয়ে জাদরান ফিরলেও আফগানিস্তান পাবে না স্পিনার মুজিব উর রহমানকে। তবে দলে তাঁর বদলে জায়গা করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন স্পিনার আল্লা গজনফর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ০০:৫৯
Share:

রশিদ খান। —ফাইল চিত্র।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ জনের দল ঘোষণা করল আফগানিস্তান। দলে ফিরলেন ইব্রাহিম জাদরান। তাঁর গোড়ালিতে চোট ছিল। তবে চোট সারিয়ে জাদরান ফিরলেও আফগানিস্তান পাবে না স্পিনার মুজিব উর রহমানকে। তবে দলে তাঁর বদলে জায়গা করে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন স্পিনার আল্লা গজনফর।

Advertisement

আফগান দলকে নেতৃত্ব দেবেন হসমতুল্লা শাহিদি। দলে রয়েছেন তারকা স্পিনার রশিদ খান। রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি। দলে রয়েছেন জ়িম্বাবোয়ের বিরুদ্ধে নজর কাড়া সেদিকুল্লা অটল। তিন ম্যাচের সিরিজ়ে একটি শতরান এবং একটি অর্ধশতরান করেছিলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াসিস আশরফ বলেন, “২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে ভাল খেলেছিল দল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল। এই দুই প্রতিযোগিতায় ভাল ফল আত্মবিশ্বাসী বৃদ্ধি করেছে দলের। এ বারেও তাই ভাল ফলের আশা করা হচ্ছে।”

আফগানিস্তানের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার সরকার তাদের দেশের বোর্ডকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার অনুরোধ করেছে। যদিও ইংল্যান্ড বোর্ড জানিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে সেই ম্যাচ। ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। গ্রুপের শেষ ম্যাচও সেই মাঠেই। ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরে খেলবে তারা।

Advertisement

আফগানিস্তান দল: হসমতুল্লা শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমতুল্লা গুরবাজ় (উইকেটরক্ষক), সেদিকুল্লা অটল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নইব, আজমাতুল্লা ওমারজাই, মহম্মদ নবি, রশিদ খান, আল্লা গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফারিদ মালিক এবং নাভিদ জাদরান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement