Abhishek Banerjee

‘গত ছ’দফাতেই তৃণমূল ২৩ আসন পেয়ে গিয়েছে’, শেষ পর্বের আগেই অভিষেকের দাবি! চ্যালেঞ্জ বিজেপিকে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। ভোট-ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:৫৮
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: সনৎ সিংহ।

লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। মঙ্গলবার এই দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজের লোকসভা আসন ডায়মন্ড হারাবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।

Advertisement

অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় ৩৩টি লোকসভা আসনে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ছ’পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’’

অভিষেকের দাবি, ভোট-ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছেন। তাঁর মন্তব্য, ‘‘কেন? কারণ, কেন্দ্রীয় বাহিনীও জানে যে ৪ জুন গণতান্ত্রিক জোট ‘ইন্ডিয়া’ কেন্দ্রে সরকার গঠন করবে।’’

Advertisement

সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঙ্গলবার বলেন, ‘‘সংবাদমাধ্যমের বন্ধুরা এবং আরও অনেকে আমাকে ভোটের ফল সম্পর্কে আমার অনুমান জানতে চেয়েছেন। প্রশ্ন করেছেন, আসন্ন নির্বাচনে তৃণমূল ক’টি আসনে জিতবে। আমি বলেছিলাম, ‘সঠিক সময়ে প্রকাশ করব’।’’

লোকসভা ভোটপর্বের সময়ও নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ‘‘এক জন আয়কর কর্তা আমাকে জানিয়েছেন, যে তাঁকে ৩১ মে এবং ১ জুন পাঁচটি জায়গায় অভিযান চালাতে বলা হয়েছে। এই হল বিজেপির অবস্থা— এজেন্সির, এজেন্সির দ্বারা এবং এজেন্সির জন্য (‘অফ দি এজেন্সি, বাই দি এজেন্সি অ্যান্ড ফর দি এজেন্সি’)। কিন্তু আমরা জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement