সুপ্রিয়া সুলে। —ফাইল চিত্র।
ভোট হয়ে গিয়েছে গত ৭ মে তৃতীয় দফায়। মহারাষ্ট্রের বারামতীর ভোটদাতাদের ‘রায়’ এখন ইভিএম-বন্দি হয়ে স্ট্রংরুমে। নির্বাচনী বিধি অনুযায়ী সেখানে ২৪ ঘণ্টা সিসি ক্যামেরা চালু রাখার কথা। কিন্তু ওই কেন্দ্রের এনসিপি (শরদচন্দ্র পওয়ার) প্রার্থী সুপ্রিয়া সুলের অভিযোগ, অন্তত ৪৫ মিনিটের জন্য তা বন্ধ রাখা হয়েছিল।
সোমবার এক্স হ্যান্ডলে পোস্টে সুপ্রিয়া লিখেছেন, ‘‘ইয়াখেজ় সদরের স্ট্রংরুমের সিসি ক্যামেরা আজ ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল। সে সময় কোনও টেকনিশিয়ানও ছিলেন না। বিষয়টি সন্দেহজনক।’’ যদিও নির্বাচন কমিশনের তরফে সুপ্রিয়ার অভিযোগ খারিজ করা হয়েছে। বারামতীর জেলাশাসক তথা রিটার্নিং অফিসার কবিতা দ্বিবেদী বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি।’’
প্রসঙ্গত, বারামতীর বিদায়ী সাংসদ সুপ্রিয়া সুলেকেই দাঁড় করিয়েছে ‘ইন্ডিয়া’র শরিক এনসিপি শরদ গোষ্ঠী। অন্য দিকে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সহযোগী এনসিপি প্রধান তথা শরদের ভাইপো অজিত পওয়ার ওই কেন্দ্রে তাঁর স্ত্রী সুনেত্রাকে প্রার্থী করেছে। সেখানে এ বার ‘সাহেব’ শরদ বনাম ‘দাদা’ অজিতের সংঘাত। ‘তাই’ সুপ্রিয়া বনাম ‘বহিনি’ সুনেত্রার লড়াই।