(বাঁ দিকে) মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধী (ডান দিকে)। —ফাইল চিত্র।
লোকসভা ভোটে বিহারের আরও পাঁচটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। সোমবার এআইসিসির তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজাফ্ফরপুরের অজয় নিষাদ, মহারাজগঞ্জে আকাশ সিংহ, সমস্তিপুরে সানি হাজারি, পশ্চিম চম্পারণে মদন মোহন তিওয়ারি এবং সাসারামে মনোজ কুমার ‘হাত প্রতীকে প্রার্থী হবেন।
অজয় মুজাফ্ফরপুরের বিদায়ী বিজেপি সাংসদ। আকাশ প্রদেশ কংগ্রেস সভাপতি অখিলেশ প্রসাদ সিংহের পুত্র। সানির বাবা মহেশ্বর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘনিষ্ঠ জেডিইউ নেতা তথা সে রাজ্যের মন্ত্রী। মনোজ সাসারামের প্রাক্তন সাংসদ তথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারের ‘আস্থাভাজন’ হিসাবে পরিচিত।
টানা কয়েক সপ্তাহের টানাপড়েনের পরে অবশেষে গত ২৯ মার্চ বিহারে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’। রফাসূত্র অনুযায়ী সে রাজ্যের ৪০টি লোকসভা কেন্দ্রের মধ্যে আরজেডি ২৬, কংগ্রেস ৯, সিপিআইএমএল (লিবারেশন) ৩, সিপিএম ১, সিপিআই ১ আসনে লড়ছে।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিহারে আরজেডির সঙ্গে সমঝোতা করে ন’টি লোকসভা আসনে লড়েছিল কংগ্রেস। জিতেছিল কিসানগঞ্জে। লালুপ্রসাদ-তেজস্বীর দল আরজেডি ১৯টিতে লড়ে একটিতেও জিততে পারেনি। অন্য তিনটি আঞ্চলিক দলকে আরজেডি ১১টি আসন ছেড়েছিল। কিন্তু তাদের ঝুলিও ছিল শূন্য। বিহারের ৪০টি আসনের মধ্যে ৩৯টিতে জিতেছিল বিজেপি-জেডিইউ-এলজেপির জোট। এ বার কংগ্রেসের পাশাপাশি তিন বাম দল— সিপিএম, সিপিআই এবং সিপিআইএমএল (লিবারেশন)-এর সঙ্গেও আসনরফা করেছে আরজেডি।