ছবি: সংগৃহীত।
রাতের অন্ধকারে বিধান ভবনে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছিল। সেই ঘটনার বিরুদ্ধে এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সোমবার দুপুরে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি সুমন পাল-সহ কংগ্রেস নেতৃত্ব এন্টালি থানায় যান। সেখানেই তাঁরা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী। যিনি আবার রাজ্যে কংগ্রেস রাজনীতিতে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। চিঠিতে লেখা হয়েছে, ১৮ মে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতী এআইসিস সভাপতির ছবিতে কালি লেপে দিয়েছে। ১৯ মে সকালে তারা সেই ছবিটি দেখতে পান। দেখার সঙ্গে সঙ্গেই কালি মুছে দেওয়া হয়। এ ক্ষেত্রে এন্টালি থানায় অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। রবিবার এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও, সোমবার থানায় দেওয়া অভিযোগপত্রে তৃণমূলের নাম লেখা হয়নি। বরং অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের কথা উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি অধীরের প্রতি খড়্গের মন্তব্য নিয়ে এমনিতেই সরগরম বাংলার রাজনীতি। রবিবার পশ্চিমবঙ্গ কংগ্রেসের সদর অফিসে কালি লেপে দেওয়া হয়েছিল সর্বভারতীয় সভাপতির ছবিতে। আর বিকেলে সেই সভাপতির ছবিই দুধ দিয়ে ধোয়া হয়। তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘টানাপড়েনে’র আবহে শনিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করেছিলেন কংগ্রেস সভাপতি খড়্গে। তা নিয়ে কংগ্রেসের অন্দরে তো বটেই, রাজ্য-রাজনীতিতে শোরগোলের মধ্যে রবিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস ভবনে খড়্গের ছবিতে লেপে দেওয়া হয় কালো কালি! চাপে পড়ে কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। শাসকদল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করে।
বিধান ভবন যে এলাকায় পড়ে তা মধ্য কলকাতা সাংগঠনিক জেলা কংগ্রেসের অন্তর্গত। মধ্য কলকাতা কংগ্রেস নেতৃত্বের দাবি, ভোরের দিকে বিধান ভবনে কংগ্রেস সভাপতির ছবিতে কালি লাগিয়ে দেওয়া হয়। সঙ্গে কালো কালি দিয়ে লেখা হয়, ‘তৃণমূলের দালাল’। এত সকালে ঘটনা ঘটায় কারা এর পিছনে রয়েছেন তা জানা যায়নি। তবে মধ্য কলকাতা কংগ্রেসের অভিযোগ করে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের সঙ্গে এআইসিসির শীর্ষ নেতৃত্বের ভুল বোঝাবুঝি তৈরি করতেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। এন্টালি বিধানসভার মধ্যেই পড়ে বিধান ভবন। কংগ্রেসের আনা অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা বলেছিলেন, ‘‘আমাদের ছেলেদের কি মাথা খারাপ হয়েছে যে এ সব কাজ করতে যাবে। ওদের দলের অর্ন্তদ্বন্দ্বের কারণেই এমন ঘটনা ঘটেছে। মল্লিকার্জুন খড়্গের কথা অধীরবাবু মানতে পারছেন না। এই ঘটনা তারই ফল। ভোটের সময় আমাদের লোকজন ভোট নিয়ে ব্যস্ত, ওদের পার্টি অফিসে আমাদের লোকেরা কি করতে যাবে?’’
খড়্গের ছবিতে কালি লাগানোর খবর চাউর হতেই সক্রিয় হয় মধ্য কলকাতা জেলা কংগ্রেস। তাদের উদ্যোগেই খড়্গের ছবি দুধ দিয়ে ধুইয়ে কালি মোছা হয়। আর সোমবার এন্টালি থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস।