Lok Sabha Election 2024

সিঙ্গুরের পথে অভিষেকের গাড়ি থমকাল কোনায়, কর্মীদের দিলেন আরও ব্যবধান বৃদ্ধির নির্দেশ

হাওড়া সদরের তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র অনুগামীদের নিয়ে কোনা এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে ছিলেন। তা দেখতে পেয়ে গাড়ি থামান অভিষেক। দিয়েছেন ভোটে জয়ের ব্যবধান বৃদ্ধির একাধিক উপদেশও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ১৭:৩৩
Share:

হাওড়ায় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। — নিজস্ব চিত্র।

সিঙ্গুর যাওয়ার পথে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের উপর তাঁর ছবি দেওয়া ব্যানার, পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেন কর্মী-সমর্থকেরা। তা দেখে কনভয় থামিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়িতে বসেই কথা বললেন কর্মীদের সঙ্গে। দিলেন ভোটে জয়ের ব্যবধান বৃদ্ধির ‘ভোকাল টনিক’।

Advertisement

মঙ্গলবার দুপুরে হুগলির তৃণমূল প্রার্থী ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সিঙ্গুরে যাচ্ছিলেন অভিষেক। দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে কনভয় যখন কোনা এক্সপ্রেসওয়ের উপরে, তখনই অভিষেক দেখতে পান, তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছেন একদল মানুষ। কাছে যেতেই দেখেন, দলীয় সমর্থক ও পতাকা নিয়ে তাঁর নামেই জয়ধ্বনি দিচ্ছেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র। তা দেখেই গাড়ি থামান অভিষেক। কাচ নামিয়ে হাত নেড়ে কাছে ডেকে নেন নেতা-কর্মী-সমর্থকদের। তার পর তাঁদের সঙ্গে কথাও বলেন।

দলের সাধারণ সম্পাদকের হাতে পুষ্পস্তবক তুলে দেন কৈলাস। পরানো হয় উত্তরীয়। এর পর কৈলাসদের সঙ্গে কিছু কথা বলতেও দেখা যায় অভিষেককে। কিছু ক্ষণের মধ্যে অবশ্য আবার গড়াতে থাকে অভিষেকের গাড়ির চাকা। পরে কৈলাস বলেন, ‘‘আগামী নির্বাচনে হাওড়া সদরের ভোটের ব্যবধান আরও বৃদ্ধি করার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লড়াই আরও জোরদার করার কথা বললেন। আমাদের নেতার এই নির্দেশে কর্মীরা উৎসাহিত হয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement