অভিজ্ঞ চিত্রগ্রাহক খুঁজছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতীকী ছবি।
পেশাদার চিত্রগ্রাহকদের জন্য রয়েছে কাজের সুযোগ। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক খুঁজছে একজন অভিজ্ঞ ব্যক্তি। এই মর্মে প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি অনুযায়ী,আবেদনকারীর বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
কারা আবেদন জানাতে পারবেন?
কেন্দ্রীয় সরকার এবং সরকারের অধীনে থাকা কোনও প্রতিষ্ঠানে কাজ করেছেন এমন চিত্রগ্রাহকদের সুযোগ রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে কাজ করার। পাশাপাশি, টেলিভিশনের অনুষ্ঠান, তালিকা, প্রদর্শনীর জন্য কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক। একইসঙ্গে ৮, ১৬ এবং ৩৫ এমএমের তথ্যচিত্র সম্পাদনা করেছেন, এমন চিত্রগ্রাহকের চাহিদা রয়েছে মন্ত্রকে।
শিক্ষাগত যোগ্যতা কি থাকা প্রয়োজন?
স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ফটোগ্রাফির শংসাপত্র থাকা আবশ্যক।
কী ভাবে আবেদন জানাবেন?
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ওয়েবসাইটে আবেদনকারী বেশ কিছু আবেদনপত্র পাবেন। সেই সমস্ত আবেদনপত্র উল্লিখিত নিয়মাবলি মেনে পূরণ করতে হবে। এর পর ডাকযোগে নিদির্ষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ১৬ মে, ২০২৩। প্রকাশিত হওয়ার ৬০দিনের মধ্যে আবেদনকারীদের আবেদনপত্র নিদির্ষ্ট দফতরে পাঠাতে হবে। নিয়োগ সংক্রান্তঅন্যান্য বিষয়ে বিস্তারিত জেনে নিতে ওয়েবসাইট দেখে নিতে পারেন।