জুনিয়র রিসার্চ ফেলো পদে প্রয়োজন ডিগ্রিধারী প্রার্থী। ছবি: সংগৃহীত
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে রয়েছে কাজের সুযোগ। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে মোরারজী দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদন করতে পারবেন স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়ারা।
কারা এই পদে আবেদন জানাতে পারবেন?
জুনিয়র রিসার্চ ফেলো পদের জন্য ব্যাচেলর অফ সায়েন্স এবং মাস্টার অফ সায়েন্স ইন যোগারডিগ্রি থাকা বাধ্যতামূলক। কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পেতে হবে এই ডিগ্রি।
কী ধরণের দক্ষতা থাকা বাধ্যতামূলক?
১. জুনিয়র রিসার্চ ফেলো পদে কাজ করার জন্য বিভিন্ন পেশাদার সংস্থা যেখানে ‘ক্লিনিক্যাল সেটআপ’ রয়েছে, সেই সমস্ত জায়গায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. কম্পিউটার ব্যবহার সম্পর্কে ধারণা রাখতে হবে।
ফেলোশিপ বাবদ কত টাকা আয়ের সুযোগ রয়েছে?
জুনিয়র রিসার্চ ফেলো পদে ৩১ হাজার টাকা আয়ের সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থী।
তবে মাত্র ১টি পদেই কাজের সুযোগ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের তরফে। বিভিন্ন সরকারি যোগা থেরাপি কেন্দ্রে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে। ৮ জুন, ২০২৩, বৃহস্পতিবার এই ওয়াক-ইন-ইন্টারভিউের দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে। ইন্টারভিউ এবং পদের বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ভ্যাকেন্সি বিভাগে দেখে নিতে পারেন আগ্রহী প্রার্থীরা।