ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চলছে চুক্তিভিত্তিক ‘মাইনিং মেট’ পদে নিয়োগ। ছবি: সংগৃহীত
পঞ্চাশোর্ধ্ব অভিজ্ঞ ব্যক্তিদের জন্য রয়েছে কাজের সুযোগ। খনির গভীরে কাজের অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে পারমাণবিক শক্তি বিভাগের তরফে। ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে ‘মাইনিং মেট’ পদে নিয়োগ করা হবে। ৫২ থেকে ৫৭ বছর বয়সি ব্যক্তিরা ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত হবেন। মোট ৪২ জনকে করা হবে নিয়োগ।
কী যোগ্যতা থাকা আবশ্যক?
এই পদের জন্য আবেদনকারীদের ‘আনরেস্ট্রিকটেড মাইনিং মেট সার্টিফিকেট অফ কম্পেন্টেন্সি’, ‘আনরেস্ট্রিকটেড ফোরম্যান মাইনিং মেট সার্টিফিকেট অফ কম্পেন্টেন্সি’, ‘আনরেস্ট্রিকটেড সেকেন্ড ক্লাস ম্যানেজারস’ সার্টিফিকেট অফ কম্পেন্টেন্সি ফর মেটালিফেরাস মাইনস’ এর মতো যে কোনও একটি বৈধ শংসাপত্র থাকা আবশ্যক। একইসঙ্গে তাঁদের ৩ বছর ভূগর্ভস্থ ধাতব খনিতে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পাশাপাশি, আবেদনকারীদের হিন্দি কিংবা স্থানীয় ভাষায় সাবলীল ভাবে লেখা, পড়া এবং বলার দক্ষতা থাকা আবশ্যক।
কী ভাবে হবে নিয়োগ?
নির্দিষ্ট দিনে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে হবে নিয়োগ।
ইন্টারভিউ হবে ২১ জুন, ২০২৩। আগ্রহী প্রার্থীরা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন।