Class 11 Teachers Training

কালীপুজোর পর দ্বিতীয় সিমেস্টারের প্রশিক্ষণ শুরু শিক্ষা সংসদের

ইতিমধ্যে একাদশের প্রথম সিমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে। জানুয়ারিতে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নের ধরন কি হবে? কেমন ভাবে পরীক্ষার্থীদের নম্বর বিভাজন করা হবে, এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৫৬
Share:

সংগৃহীত চিত্র।

পুজো মিটতেই উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সিমেস্টারের প্রশিক্ষণ শুরু।‌ ৬ নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত সমস্ত স্কুলগুলিকে নিয়ে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ।

Advertisement

ইতিমধ্যে একাদশের প্রথম সিমেস্টারের পরীক্ষা শেষ হয়েছে। জানুয়ারিতে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নের ধরন কি হবে? কেমন ভাবে পরীক্ষার্থীদের নম্বর বিভাজন করা হবে, এই বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “প্রথম সিমেস্টারের সময় আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম। দ্বিতীয় পর্যায়ে একই ভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যাতে পরীক্ষা গ্রহণে স্কুলগুলির কোন‌ও অসুবিধার সম্মুখীন হতে না হয়।”

Advertisement

সশরীরে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ নভেম্বর মাসে শুরু হলেও দ্বিতীয় সিমেস্টারের পাঠ্যক্রমে কি ভাবে পড়াতে হবে সেই সম্পর্কে একটা ধারণা তৈরি করতে শিক্ষক-শিক্ষিকাদের জন্য অনলাইনে চলছে ওরিয়েন্টেশন। তার জন্য সংসদের তরফ থেকে বিভিন্ন ভিডিয়ো আপলোড করা হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর ১:৩০টা পর্যন্ত। এবং ২:৩০ থেকে ৪টে পর্যন্ত চলবে অনলাইন ওরিয়েন্টেশন।

অনলাইন ওরিয়েন্টেশন এবং সশরীরে প্রশিক্ষণ যথেষ্ট কার্যকর বলে মনে করছে শিক্ষক মহলের একটি বড় অংশ। একাদশ ও দ্বাদশ মিলিয়ে মোট চারটি সিমেস্টারে পরীক্ষা গ্রহণ করা হবে। যার মধ্যে প্রথম এবং তৃতীয় সিমেস্টার হচ্ছে সম্পূর্ণরূপে মাল্টিপল চয়েস ভিত্তিক (এমসিকিউ) প্রশ্ন। তার উত্তর দিতে হবে ওএমআর শিটে। দ্বিতীয় ও চতুর্থ সিমেস্টারে থাকবে বড় প্রশ্ন। আর তার আগে এই ওরিয়েন্টেশন এবং সশরীরে প্রশিক্ষণ শিক্ষকদেরও এই নয়া পদ্ধতির সঙ্গে মানানসই করে তুলবে বলে আশাবাদী শিক্ষকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement