St. Xaviers University Admission 2025

এমবিএ করবেন? সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শুরু ভর্তি প্রক্রিয়া

এমবিএ-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা নির্ণয় করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয় স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতার নিরিখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ১৬:২৩
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সে ভর্তির সুযোগ। এই নিয়ে সবিস্তার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংশ্লিষ্ট ডিগ্রি কোর্সে বিভিন্ন বিষয়ে এমবিএ করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে সমগ্র আবেদন প্রক্রিয়া। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে প্রথাগত এমবিএ ডিগ্রি প্রোগ্রামের পাশাপাশি এমবিএ এগজ়িকিউটিভ ডিগ্রি প্রোগ্রামেও আগ্রহীদের ভর্তি নেওয়া হবে। যে কোর্সটি পেশাদাররাও করতে পারবেন। উভয় ক্ষেত্রেই ফিন্যান্স, হিউম্যান রিসোর্স (এইচআর), মার্কেটিং এবং বিজ়নেস অ্যানালিটিক্সে স্পেশালাইজ়েশনের সুযোগ পাবেন পড়ুয়ারা। কোর্সগুলির মেয়াদ দু’বছর। বিজ্ঞপ্তিতে আসনসংখ্যার বিষয়ে কিছু জানানো হয়নি।

এমবিএ কোর্সে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, তাঁদের চলতি শিক্ষাবর্ষে জাতীয় স্তরের কোনও এমবিএ প্রবেশিকা পরীক্ষা— এক্সএটি, ক্যাট, ম্যাট, সিম্যাট এবং এনম্যাটে যথাযথ নম্বর থাকাও জরুরি। একই ভাবে, এমবিএ এগজ়িকিউটিভ প্রোগ্রামের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি ধার্য করা হয়েছে।

Advertisement

এমবিএ-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা নির্ণয় করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয় স্তরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতার নিরিখে। অন্য দিকে, এমবিএ এগজ়িকিউটিভ কোর্সে ভর্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা হবে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, বিশ্ববিদ্যালয় আয়োজিত অ্যাপ্টিটিউড পরীক্ষার নম্বর, ইন্টারভিউ এবং কাজের অভিজ্ঞতার ভিত্তিতে।

উভয় কোর্সের ক্ষেত্রে অ্যাডমিশন ফি ধার্য করা হয়েছে ৩০,০০০ টাকা। এ ছাড়া, প্রতি সিমেস্টারের জন্য বিভিন্ন খাতে নির্ধারিত ফি জমা দিতে হবে পড়ুয়াদের। তবে এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে স্কলারশিপের ব্যবস্থাও রাখা হয়েছে।

আগ্রহীরা এর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ ১০০০ টাকা। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement