রাইটস লিমিটেড। সংগৃহীত ছবি।
কেন্দ্রীয় রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি রাইটস লিমিটেডের তরফে এই মর্মে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় ইঞ্জিনিয়াররা কাজের সুযোগ পাবেন। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এর জন্য শুক্রবার থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় ইঞ্জিনিয়ার (আল্ট্রাসনিক টেস্টিং) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ তিনটি। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলে সংস্থার বিভিন্ন প্রজেক্ট সাইটে কাজের সুযোগ মিলবে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বার্ষিক বেতন হবে মাসে ৩,৪৬,৪২৬ টাকা।
রেসিডেন্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে আবেদনের জন্য প্রার্থীদের মেকানিক্যাল/ মেটালার্জি/ কেমিক্যাল বা সমতুল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি, আল্ট্রাসনিক টেস্টিংয়ে নন ডেস্ট্রাক্টিভ টেস্টিং (এনডিটি) লেভেল-২ সার্টিফিকেশন থাকা জরুরি। একই সঙ্গে, সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও প্রয়োজন।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। আগামী ২৪ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।