কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পের জন্য এই নিয়োগ। এর জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের জ়ুলজি বা প্রাণিবিদ্যা বিভাগে ওই গবেষণা প্রকল্পের কাজ হবে। তাতে অর্থ সহায়তা করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের (ডিএসটি) অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। গবেষণার কাজটি লাং ফাইব্রোসিস সম্পর্কিত।
প্রকল্পে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরে নিযুক্ত ব্যক্তির কাজ এবং কেন্দ্রের ফান্ডিংয়ের উপরে নির্ভর করে এই মেয়াদ আরও তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট প্রকল্পে অনূর্ধ্ব ২৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির মাসিক সাম্মানিক হবে এএনআরএফ-ডিএসটি নির্ধারিত নিয়ম মেনে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জ়ুলজি/ বায়োকেমিস্ট্রি/ বায়োটেকনোলজি/ ফিজ়িওলজি/ মলিকিউলার বায়োলজি/ মাইক্রোবায়োলজি বা সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
আগামী ৮ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে নিয়োগের ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে। এই বিষয়ে সবিস্তার জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।