St. Xaviers Kolkata Courses 2023

মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ সেন্ট জেভিয়ার্স কলেজে

সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস করানো হবে। মায়া (থ্রিডি সফটওয়্যার) ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১২:২৪
Share:

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা ছবি: সংগৃহীত

বর্তমানে থ্রিডি অ্যানিমেশনের ব্যাপক ব্যবহার বেড়েছে ব্যবসা, তথ্য ও প্রযুক্তি এবং বিনোদন ক্ষেত্রে। এই বিশেষ পেশায় সার্টিফিকেশন কোর্স সম্পূর্ণ করার পরই চাকরিরও সুযোগ রয়েছে। সেই কারণেই বহু পড়ুয়ারাই গতানুগতিক বিষয়ের বদলে এই ধরনের বিষয় স্নাতকস্তরে পড়তে চান। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে এমনই একটি বিষয়ে ডিপ্লোমা করার সুযোগ দেওয়া হচ্ছে। ‘মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন’ শীর্ষক এই ডিপ্লোমা কোর্সটি এক বছরের।

Advertisement

কারা ভর্তি হতে পারবেন?

যে কোনও স্বীকৃত শিক্ষা পর্ষদের দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাঁদের অঙ্কন শিল্পে বিশেষত, স্কেচ করার বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন।

Advertisement

ক্লাসের খুঁটিনাটি:

সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস হবে।

সোম থেকে শুক্রবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত ক্লাস হবে।

শনিবার বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস হবে।

এই ডিপ্লোমা কোর্স এক বছরের মধ্যে সম্পূর্ণ হবে।

প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।

কী শেখানো হবে?

গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়া সম্পর্কে শেখানো হবে।

কোরালড্র, ফটোশপ ব্যবহার করে ডিজ়াইনিং অ্যান্ড ইমেজিং তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।

২ডি অ্যানিম্যাশন (ফ্ল্যাশ)-এর ব্যবহার সম্পর্কে অনুশীলন করানো হবে।

৩ডি আর্কিটেকচার ডিজ়াইনিং-এর ওয়াকথ্রু এবং অ্যানিমেশনের ব্যবহারিক প্রয়োগ শেখানো হবে।

মায়া (থ্রিডি সফটওয়্যার) ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে।

ভর্তির শর্তাবলি:

কলেজ ওয়েবসাইটের মাধ্যমেই একমাত্র ভর্তির আবেদন করা যাবে।

কোর্স ফি জমা করার পর একটি প্রভিশনাল অ্যাডমিশন শিট ডাউনলোড করতে হবে।

ওই শিটটি সঙ্গে নিয়েই ক্লাস শুরু হওয়ার প্রথম দিন কলেজে আসতে হবে।

কোর্স ফি:

এক বছরের ডিপ্লোমা করার জন্য ৩৮ হাজার ৫০০ টাকা কোর্স ফি হিসেবে জমা দিতে হবে।

ক্লাস শুরু হবে ৩ অগস্ট, ২০২৩। ডিপ্লোমা কোর্স সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে কলেজের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement