BSc Hons in IIT Guwahati

আইআইটি গুয়াহাটিতে পড়ানো হবে অনলাইনে স্নাতকস্তরের ডিগ্রি কোর্স, জেনে নিন বিশদে

ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনলাইনেই ডিগ্রি কোর্স পড়ার সুযোগ পাবেন পড়ুয়ারা।  

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ১০:৪০
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? স্নাতকস্তরে ডেটা সায়েন্স কিংবা কৃত্রিম মেধা নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? এই দু’টি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার শর্তাবলি। দেখে নিন একনজরে।

Advertisement

কোন কোন বিষয় পড়ানো হবে?

ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— এই বিষয়গুলিতে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)-এর ডিগ্রি কোর্স পড়ানো হবে।

Advertisement

কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?

যে সমস্ত শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা সম্পূর্ণ করেছেন, তাঁদেরকে এই বিষয়গুলিতে পড়ার অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং অঙ্ক বিষয়টি থাকা প্রয়োজন।

ডিগ্রি কোর্সের তথ্য:

  • চার বছরের পাঠক্রমের অধীনে পড়ানো হবে।
  • পড়ুয়ারা সম্পূর্ণ ভাবে অনলাইনেই পড়াশোনা করতে পারবেন।
  • পড়ুয়াদের ট্রাইমেস্টার সিস্টেমের মাধ্যমে বছরে তিনটি পরীক্ষায় বসতে হবে।
  • এই কোর্সে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়াদের পাশাপাশি, পেশাদার ব্যক্তিরাও ভর্তি হতে পারবেন।
  • মাল্টি এন্ট্রি এবং মাল্টি এক্সিট— এই কোর্সে দুই ধরনের বিকল্পই রাখা হচ্ছে।

ভর্তির শর্তাবলি:

  • আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হবে।
  • সঠিক তথ্য-সহ আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে।
  • যাঁরা জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন অ্যাডভান্স পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করেছেন কিংবা নাম নথিভুক্ত করেছেন, তাঁদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
  • মেধাতালিকার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।

ভর্তির আবেদন জমা নেওয়া হবে ১৯ জুলাই, ২০২৩ পর্যন্ত। কাউন্সেলিং, অ্যাডমিশন-সহ আরও অন্যান্য বিষয়ে জানতে হলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটির ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement