ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। ছবি: সংগৃহীত
উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? স্নাতকস্তরে ডেটা সায়েন্স কিংবা কৃত্রিম মেধা নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? এই দু’টি বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত হয়েছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার শর্তাবলি। দেখে নিন একনজরে।
কোন কোন বিষয় পড়ানো হবে?
ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— এই বিষয়গুলিতে চার বছরের ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি)-এর ডিগ্রি কোর্স পড়ানো হবে।
কারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন?
যে সমস্ত শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা সম্পূর্ণ করেছেন, তাঁদেরকে এই বিষয়গুলিতে পড়ার অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং অঙ্ক বিষয়টি থাকা প্রয়োজন।
ডিগ্রি কোর্সের তথ্য:
ভর্তির শর্তাবলি:
ভর্তির আবেদন জমা নেওয়া হবে ১৯ জুলাই, ২০২৩ পর্যন্ত। কাউন্সেলিং, অ্যাডমিশন-সহ আরও অন্যান্য বিষয়ে জানতে হলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, গুয়াহাটির ওয়েবসাইট দেখে নিতে হবে।