এসবিআই ক্লার্ক পদের প্রিলিমিস পরীক্ষার ফল। প্রতীকী ছবি।
গত মাসেই হয়েছিল পরীক্ষা, এ বার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ক্লার্ক পদের প্রিলিমস পরীক্ষার ফলও প্রকাশ করতে চলেছে। জানা গেছে খুব শীঘ্রই এসবিআই-এর ওয়েবসাইটে এই পরীক্ষার ফলাফল-সহ স্কোরকার্ড ও কাট অফ নম্বরও প্রকাশ করা হবে।
নভেম্বর মাসের ১২, ১৯, ২০ ও ২৫ তারিখে এসবিআই-এর ক্লার্ক পদের প্রিলিমস পরীক্ষার আয়োজন করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণরা এর পর এর মূল পরীক্ষাটি দিতে পারবেন। ব্যাঙ্কের যত শূন্যপদ রয়েছে, তার দশ গুণ পরীক্ষার্থীকে মূল পরীক্ষার জন্য বাছাই করা হবে। এই হিসাব অনুযায়ী, এই বছর এসবিআই ক্লার্ক পদে ঘোষিত ৫৪৮৬টি শূন্য আসনের জন্য ৫৪৮৬০ পরীক্ষার্থীকে মূল পরীক্ষার জন্য বাছাই করা হবে।
জানা গেছে, ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রিলিমস পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। এর পর আগামী বছর জানুয়ারিতে এর মূল পরীক্ষার আয়োজন করা হতে পারে।
কী ভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?