নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে যুদ্ধবিরতি শুরু হল গাজ়া ভূখণ্ডে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে যুদ্ধবিরতি শুরু হল গাজ়া ভূখণ্ডে। প্রথমে স্থির ছিল গাজ়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় (ভারতীয় সময় দুপুর ১২টা) ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। কিন্তু হামাসের বিরুদ্ধে শর্তভঙ্গ করার অভিযোগ তোলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।
যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে প্রথম দফায় মুক্তি পেতে চলা ইজ়রায়েলি বন্দিদের নাম প্রকাশ করার কথা ছিল হামাসের। কিন্তু ইজ়রায়েল রবিবার সকালে দাবি করে, সেই নামের তালিকা তারা হাতে পায়নি। বেলায় হামাস তিন যুদ্ধবন্দির নামের তালিকা প্রকাশ করে। ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর আনুষ্ঠানিক ভাবে সেই তালিকা হাতে পাওয়ার কথা জানায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় ওই ইজ়রায়েলি বন্দিদের মুক্তি দেবে হামাস। বন্দিমুক্তির ঘোষণার পরেই ভারতীয় সময় ৩টে নাগাদ যুদ্ধবিরতি কার্যকর হয়।
হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যুদ্ধবন্দিদের তিন জনই মহিলা। অন্য দিকে, যুদ্ধবিরতির বিরোধিতা করে রবিবার নেতানিয়াহু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অতি দক্ষিণপন্থী দলের নেতা তথা ইজ়রায়েলের জাতীয় সুরক্ষা মন্ত্রী ইটামার বেন গাভির। মন্ত্রিসভায় থাকা তাঁর দলের অন্য সদস্যরাও পদত্যাগ করেছেন। গাভির ইজ়রায়েল-হামাস যুদ্ধবিরতিকে ‘বেপরোয়া’ বলে দাবি করেছেন। প্যালেস্টাইনি বন্দিদের নিশানা করে জানিয়েছেন, এর ফলে খুনি সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়ে যাবেন।
যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টাখানেক আগেই ইজ়রায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন, হামাস মুক্তি পেতে চলা যুদ্ধবন্দিদের নামের তালিকা প্রকাশ না-করলে ইজ়রায়েল গাজ়ায় লড়াই চালিয়ে যাবে। সেই মতোই রবিবার সকালে গাজ়ায় ‘হামাসের ঘাঁটি লক্ষ্য করে’ হামলা চালায় ইজ়রায়েলি সেনা। ফলে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগেও রক্ত ঝরে গাজ়ায়। ইজ়রায়েলের হামলায় মৃত্যু হয় আট জনের। আহত হন ২৫ জন।
প্রসঙ্গত, ইজ়রায়েলের ২৫১ জন বাসিন্দাকে পণবন্দি করেছিল হামাস। এখনও তাঁদের মধ্যে ৯৪ জন গাজ়ায় হামাসের অধীনে রয়েছেন। তাঁদেরই মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন নেতানিয়াহু। ইজ়রায়েলের সেনাবাহিনীর অবশ্য দাবি, ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে হামাসের হাতে। অন্য দিকে, যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে প্যালেস্টাইনি বন্দিদেরও মুক্তি দেবে ইজ়রায়েল।
কাতারের মধ্যস্থতায়, আমেরিকা এবং মিশরের চেষ্টায় গত বুধবার রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইজ়রায়েল এবং হামাস। শুক্রবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা। সেখান থেকেও যুদ্ধবিরতিতে সবুজ সঙ্কেত মেলে।