'পরীক্ষা পে চর্চা'। সংগৃহীত ছবি।
২০২৩- সমস্ত বোর্ড পরীক্ষার্থীর জন্য গত মাসের শেষ সপ্তাহেই শুরু হয়েছিল 'পরীক্ষা পে চর্চা'-র রেজিস্ট্রেশন। চাপমুক্ত পরীক্ষার আবহ তৈরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রতি বছর পড়ুয়াদের জন্য এই উদ্যোগের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য পরীক্ষার্থীদের আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। https://innovateindia.mygov.in/ppc-2023/ -পোর্টালের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন পরীক্ষার্থীরা।
গত ৫ বছর ধরে প্রতি বছরই প্রধানমন্ত্রী মোদী বোর্ড পরীক্ষার আগে 'পরীক্ষা পে চৰ্চা' অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষার্থী, তাদের বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আলাপ-আলোচনা করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকার সঙ্গে কথোপকথনে লিপ্ত হন প্রধানমন্ত্রী।
২০২৩-এর 'পরীক্ষা পে চর্চা'-র বিজেতাদের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অংশগ্রহণের সুযোগ মিলবে। অংশগ্রহণহারীদের অনুষ্ঠানে অংশগ্রহণের শংসাপত্র-সহ অন্যান্য পুরস্কার দেওয়া হবে। এই বছর 'পরীক্ষা পে চর্চা' ১ এপ্রিলে আয়োজিত হলেও পরের বছর এই অনুষ্ঠান কবে আয়োজিত হবে, তা এখনও জানানো হয়নি।
পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের উপর লেখা রচনার উপর ভিত্তি করেই তাদের নির্বাচন করা হয়। এই বিষয়গুলির ব্যাপারে ইতিমধ্যেই ছাত্রছাত্রী, তাদের বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকাদের জানানো হয়েছে।
ছাত্রছাত্রীরা কী ভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাবেন?