রেলওয়ে গ্রুপ ডি-এর পরীক্ষা। প্রতীকী ছবি।
আগেই রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার স্কোরকার্ড প্রকাশের কথা জানিয়েছিল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (আরআরবি)। মঙ্গলবার আরআরবি-এর তরফে এই স্কোরকার্ড প্রকাশ করা হল। পরীক্ষার্থীরা আরআরবি-এর বিভিন্ন অঞ্চলের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন।
গত ১৭ অগস্ট থেকে ১১ অক্টোবর বিভিন্ন পর্যায়ে আরআরবি গ্রুপ ডি পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় যাঁরা পাশ করেছেন, তাঁদের এর পর শারীরিক দক্ষতার পরীক্ষা দিতে হবে।
আরআরবি-এর ওয়েবসাইটে গিয়ে স্কোরকার্ডে পরীক্ষার্থীরা পরীক্ষার পার্সেন্টাইল স্কোর, নর্মালাইজড মার্কস এবং অন্যান্য তথ্য দেখতে পারবেন।
কী ভাবে স্কোরকার্ড দেখবেন পরীক্ষার্থীরা?