EIL Recruitment 2024

৫৮ জন কর্মী নিয়োগ করবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, পোস্টিং কলকাতা-সহ অন্যত্র

পদ ভেদে, নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০০,০০০-২,৬০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:০৫
Share:

প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থার বিভিন্ন ক্ষেত্রের জন্য এই নিয়োগ। চাকরির সুযোগ পাবেন বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণরা। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে মঙ্গলবার থেকেই।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে ইঞ্জিনিয়ার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং সিনিয়র ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৫৮। বিভিন্ন পদমর্যাদায় নিযুক্তদের সংস্থার যে সমস্ত ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে, সেগুলি হল— আর্কিটেকচার, সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কমিউনিকেশন, কেমিক্যাল, কেমিক্যাল/ সিভিল/ এনভায়রনমেন্ট, মেটালার্জি, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, আইটি, সাইবার সিকিউরিটি এবং ইনফরমেশন সিকিউরিটি। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, নয়াদিল্লি, গুরুগ্রাম, চেন্নাই, মুম্বই-সহ অন্যত্র।

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ২৮/ ৩২/ ৩৬/ ৪০/ ৪৪ বছর। পদ ভেদে, নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬০,০০০-১,৮০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ১,০০,০০০-২,৬০,০০০ টাকা।

Advertisement

সংস্থায় আর্কিটেকচার বিভাগে ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের আর্কিটেকচারে স্নাতক (বিআর্ক)-এ ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। একই সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে এক বছর চাকরির অভিজ্ঞতাও প্রয়োজন। একই ভাবে অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা রয়েছে।

সমস্ত পদে অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement