WB NEET PG Counselling 2024

রাজ্যে নিট পিজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু, আবেদনের শেষ দিন কবে?

কাউন্সেলিংয়ের মাধ্যমে চলতি বছরের নিট পিজিতে উত্তীর্ণরা রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে এমডি/ এমএস/ পিজি ডিপ্লোমা/ ডিএনবি করার সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ১৭:১৭
Share:

প্রতীকী চিত্র।

চলতি মাসের শুরুতেই মেডিক্যালের স্নাতকোত্তরের প্রবেশিকা নিট পিজি (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন) কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করেছিল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। সেই মোতাবেক, সোমবার থেকে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজে স্নাতকোত্তরে ভর্তির জন্য কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Advertisement

কাউন্সেলিংয়ের মাধ্যমে চলতি বছরের নিট পিজিতে উত্তীর্ণরা রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে এমডি/ এমএস/ পিজি ডিপ্লোমা/ ডিএনবি করার সুযোগ পাবেন। প্রকাশিত সূচি অনুযায়ী, রাজ্যে নিট পিজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। পড়ুয়াদের wbmcc.nic.in-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

নিট পিজি-র কাউন্সেলিং প্রক্রিয়াটি সম্পন্ন হবে মোট চারটি রাউন্ডের মাধ্যমে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাউন্ডের পর একটি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন করা হবে। অনলাইনে নাম নথিভুক্ত করার পর অনলাইনেই নির্ধারিত কলেজে পড়ুয়াদের নথি যাচাই করা হবে। নথি যাচাইয়ের পর প্রতি রাউন্ডের আসন বিন্যাসের তালিকা প্রকাশ, ‘চয়েস ফিলিং’ এবং ‘চয়েস লকিং’, ‘সিট অ্যালটমেন্ট’ বা বরাদ্দ আসনের ফল ঘোষণা এবং নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের উপস্থিত হতে হবে।

Advertisement

প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলে যোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ২২ নভেম্বর। ‘চয়েস ফিলিং’ এবং ‘চয়েস লকিং’ প্রক্রিয়া চলবে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত। এর পর ২৭ নভেম্বর ‘সিট অ্যালটমেন্ট’ বা বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে। নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে নভেম্বরের ২৮ ও ২৯ তারিখ এবং ডিসেম্বরের ২ ও ৩ তারিখ সকাল ১১টা থেকে ৪টের মধ্যে। অন্যান্য রাউন্ডের বিস্তারিত সূচি জানতে পড়ুয়াদের রাজ্য মেডিক্যাল কাউন্সেলিং কমিটির ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement