উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্বের ভর্তি প্রক্রিয়া চলছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের জন্য এখনও আসন খালি রয়েছে। তাই শূন্য আসনে পড়ুয়াদের ভর্তি নিতে আগ্রহী বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, স্পট কাউন্সেলিংয়ের মাধ্যমে উল্লিখিত বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়তে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতক হয়েছেন এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এগজ়ামিনেশন ফর মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস (জেকা) উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।
তবে, যাঁরা ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান এবং বাণিজ্য শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরাও ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যদিও এ ক্ষেত্রে, এমন পড়ুয়াদের ভর্তি হওয়ার পর মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন (এমসিএ)-এর দু’টি সিমেস্টারের পাশাপাশি, একটি ব্রিজ কোর্সও করতে হবে।
১৪ নভেম্বর বেলা ১২টা থেকে স্পট কাউন্সেলিং শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের তরফে জেকা র্যাঙ্ক কার্ড, বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নিয়ে আগ্রহীদের তার আগে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত নথি খতিয়ে দেখে ওই দিনই দুপুর ২টোর সময় বাছাই করা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। সেই দিনই ৭,১৯৫ টাকা কোর্স ফি জমা দিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এই বিষয়ে বিশদ জেনে নিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।