নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে শুরু স্নাতকের ভর্তি প্রক্রিয়া। সংগৃহীত ছবি।
শেষ কয়েক সপ্তাহে প্রকাশিত হয়েছে বিভিন্ন বোর্ডের দ্বাদশের পরীক্ষার ফলাফল। এর পরই বিভিন্ন স্বশাসিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। এই তালিকায় রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজও। কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কলেজটি ‘ন্যাক’-এর গ্রেড এ+ স্বীকৃতি প্রাপ্ত। এই বছর থেকেই রাজ্যের কলেজগুলিতে শুরু হচ্ছে ৪ বছরের স্নাতক কোর্স। বুধবারই সরকারি ভাবে এ কথা জানানো হয়েছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজও রাজ্য সরকারি নির্দেশ মেনে চলবে বলেই জানিয়েছে।
কোন কোন বিষয়ে কী কী স্নাতক কোর্সের সুযোগ রয়েছে?
১) বিএ অনার্স ডিগ্রি: ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন।
২) বিএসসি ডিগ্রি: কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, অর্থনীতি, অঙ্ক, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স।
প্রয়োজনীয় যোগ্যতা:
১) পড়ুয়াদের ২০২২/ ২০২৩ এ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ হতে হবে।২) দ্বাদশের পরীক্ষায় মোট নম্বর থাকতে হবে ৫০ শতাংশ/ ৬০ শতাংশ/ ৭০ শতাংশ/ ৭৫ শতাংশ।৩) কিছু কিছু বিষয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে দ্বাদশের পরীক্ষাতেও থাকতে হবে ৬০/ ৬৫/ ৭০/ ৭৫/ ৮০ শতাংশ নম্বর।
ভর্তির শর্ত:
প্রার্থীদের প্রবেশিকা পরীক্ষা উপর ভিত্তি করেই বিভিন্ন কোর্সে ভর্তি নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার দিনক্ষণ:
আগামী ২৩, ২৪, ২৬ এবং ২৭ জুন দুপুর ১২টা থেকে ২টো এবং আড়াইটে থেকে সাড়ে ৪টের দু’টি পর্বে সমস্ত বিষয়ের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ডও। বাছাই প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ৩ জুলাই।
আবেদন প্রক্রিয়া:
পড়ুয়ারা কলেজের ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন। সঙ্গে জমা দিতে হবে সমস্ত প্রয়োজনীয় নথি। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৫০০ টাকা। পড়ুয়ারা একের বেশি বিষয়ে ভর্তির জন্যেও আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য আলাদা ভাবে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৬ জুন বিকেল ৫টা।
বিভিন্ন কোর্সে ভর্তি বিষয়ক আরও তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের কলেজের ওয়েবসাইট দেখতে হবে।