Ramakrishna Mission Vidyamandira Admission

বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া, কোন বিষয়ে কত আসন রয়েছে?

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ের স্নাতক পাঠ্যক্রমে ভর্তি নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২৩ ১৭:৪৪
Share:

বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া। সংগৃহীত ছবি।

বিভিন্ন বোর্ডের দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশিত হওয়ায় রাজ্যের স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলিতে শুরু হয়েছে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া। সম্প্রতি স্নাতকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরও। জাতীয় শিক্ষানীতি মেনে এই বছর থেকে ৪ বছরের স্নাতক কোর্স চালু হচ্ছে এ রাজ্যে। বুধবারই সরকারি তরফে এ কথা জানানো হয়েছে। বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরও রাজ্য সরকারি নির্দেশ মেনে চলবে বলে জানিয়েছে।

Advertisement

কোন কোন বিষয়ে কী কী স্নাতক কোর্সের সুযোগ রয়েছে?

১) বিএ অনার্স ডিগ্রি: বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান।

Advertisement

২) বিএসসি অনার্স ডিগ্রি: অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, প্রাণিবিদ্যা, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স।

আসন সংখ্যা:

১) ইংরেজি অনার্স- ১০ (আনুমানিক)

২) বাংলা অনার্স- ১১ (আনুমানিক)

৩) সংস্কৃত অনার্স- ১১ (আনুমানিক)

৪) ইতিহাস অনার্স- ১০ (আনুমানিক)

৫) রাষ্ট্রবিজ্ঞান অনার্স- ১০ (আনুমানিক)

৬) দর্শন অনার্স- ১১ (আনুমানিক)

৭) ফিজিক্স অনার্স- ১৬ (আনুমানিক)

৮) কেমিস্ট্রি অনার্স- ২০ (আনুমানিক)

৯) অঙ্ক অনার্স- ১১ (আনুমানিক)

১০) মাইক্রোবায়োলজি অনার্স- ১১ (আনুমানিক)

১১) প্রাণিবিদ্যা অনার্স- ১১ (আনুমানিক)

১২)কম্পিউটার সায়েন্স অনার্স- ১১ (আনুমানিক)

১৩) ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি অনার্স- ১১ (আনুমানিক)

১৪) অর্থনীতি অনার্স- ১০ (আনুমানিক)

প্রয়োজনীয় যোগ্যতা:

১) পড়ুয়াদের ২০২২/ ২০২৩ এ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ হতে হবে।

২) বিভিন্ন বিষয়ে দ্বাদশের পরীক্ষায় থাকতে হবে ৫০ শতাংশ/ ৬০ শতাংশ/ ৭০ শতাংশ নম্বর।

৩) কিছু কিছু বিষয়ে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়গুলিতে দ্বাদশের পরীক্ষাতেও থাকতে হবে ৫০/ ৬০/ ৭০/ ৭৫ শতাংশ নম্বর।

ভর্তির শর্ত:

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ের স্নাতকে ভর্তি নেওয়া হবে। চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।

ভর্তি পরীক্ষার দিনক্ষণ:

আগামী ১৬ জুন থেকে শুরু প্রবেশিকা পরীক্ষা। চলবে আগামী ২২ জুন পর্যন্ত। পরীক্ষার ফল প্রকাশিত হবে ২১ জুন থেকে ২৩ জুনের মধ্যে। এর পর মৌখিক পরীক্ষা হবে ২৩ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে ২৪ জুন থেকে ৩০ জুনের মধ্যে। কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ৩০ জুন এবং ১ অগস্টের মধ্যে।

আবেদন প্রক্রিয়া:

পড়ুয়ারা কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন।

আবেদনমূল্য:

কোর্সে আবেদন এবং পরীক্ষার জন্য ওবিসি-এ এবং ওবিসি-বি শ্রেণিভুক্তদের ৪০০ টাকা, অন্য সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৩৫০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের ৪৫০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ দিন আগামী ১৩ জুন রাত ১২টা।

বিভিন্ন কোর্সে ভর্তি বিষয়ক আরও তথ্য বিস্তারিত জানার জন্য প্রার্থীদের কলেজের ওয়েবসাইট দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement